সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১০ জুলাই ২০২৫, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


tossটেস্ট আর ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে পাঁচটি টি টোয়েন্টি খেলে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে দু’দলের ১৭ টি টোয়েন্টি লড়াইয়ে এগিয়ে লঙ্কানরা জয় ১১টি, বাংলাদেশের ৬টি।

২০২৪ সালের পর থেকে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ সব মিলিয়ে বেশ চাপে রয়েছে টাইগাররা।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহেমদ, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।