সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১০ জুলাই ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
শেয়ার

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ


bd-t-20দুর্দান্ত শুরু করেও শেষটা আশানুরূপ হলো না বাংলাদেশের। পারভেজ ইমন ছাড়া আর কেউ বড় পুঁজির স্বপ্ন দেখাতে পারলেন না। শেষদিকে শামিম ঝড়ে কোনোরকমে দেড়শ পার করতে পেরেছে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশের ইনিংস থেমেছে ৫ উইকেটে ১৫৪ রানে। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৫ রান।

শুরুটা ভালোই ছিলো বাংলাদেশের। মাত্র ৪.৫ ওভারেই ৪৬ রান তুলে ফেলে টাইগাররা। পারভেজ ইমন শুরু থেকেই ছিলেন আগ্রাসী। তামিম ধরে খেললেও জমে উঠে জুটি। যদিও এরপর থুসারার শিকার হয়ে তামিমকে থামতে হয়।

থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম, থিকসানাকে ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন ১৭ বলে ১৬ করে। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান তুলে বড় পুঁজির এগুচ্ছিলো দল।

তবে সেই ধারা আর বজায় রাখা সম্ভব হয়নি। ৪ বলের ব্যবধানে ফিরেন লিটন ও ইমন। ইমনকে থামতে হয় ২২ বলে ৩৮ রানে। ৮.৪ ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে শানাকাকে ক্যাচ দিয়ে ফিরেন। এর চার বল আগে ফেরেন লিটনও।

অধিনায়ক দলকে উজ্জীবিত করবেন কোথায়, উল্টো বিপদে ফেলে দিয়েছেন। সাদা বলে দুর্দশা চলছেই তার। ১১ বলে ৬ রানে থেমেছেন আজ।

১৩ বল খেলে মাত্র ১০ রানে ফেরেন পাঁচ নম্বরে নামা তাওহীদ হৃদয়। ১২.৪ ওভারে ৮৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নাঈম শেখ ও মেহেদী মিরাজ মিলে হাল ধরেন দলের। তবে কমে আসে রানের গতি। দুজনের ৩৬ বলের জুটিতে যোগ হয় মাত্র ৪৬ রান। মিরাজ আউট হন ২৩ বলে ২৯ করে।

তবে নাঈম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৯ বলে ৩২ রানে। দলের রান দেড় শ’ পেরোয় শামীম পাটোয়ারীর ব্যাটে। সাতে নেমে ৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি। লঙ্কানদের হয়ে ২ উইকেট নেন থিকসানা।