Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর-পূর্ব সীমান্তে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত

ভারত উত্তর-পূর্ব সীমান্তে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ছয় স্কোয়াড্রন ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।
এতে দাবি করা হয়েছে, চীনের আসল উদ্দেশ্য নিয়ে ভারতের সন্দেহ ক্রমেই বাড়ছে। চীনা জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং ড্রোনের যে কোনো হঠকারি অনুপ্রবেশ মোকাবেলায় এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এর আগে ভারত সরকার তেজপুর ও চাউবায় সুখোই-৩০এমকেআই জঙ্গি বিমানের বহর মোতায়েন করে।
india_138063আকাশ ক্ষেপণাস্ত্র সব আবহাওয়ায় ২৫ কিলোমিটার দূরত্বে একযোগে আঘাত হেনে বহুমুখী লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে পারে। ভারত মনে করছে, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে।
চীনের সঙ্গে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি নামে পরিচিত ভারতের ৪,০৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।