সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১০ জুলাই ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ


srilankaশ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না বাংলাদেশ। ১৫৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেট আর ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় শ্রীলঙ্কা। ফলে টেস্ট, ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিটাও বাজেভাবেই শুরু হলো টাইগারদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩২ রান করেন মোহাম্মদ নাঈম (নাঈম শেখ)। ২৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। ১৬ রান আসে তানজিদ তামিমের ব্যাট থেকে। ১৪ রান করেন শামীম পাটোয়ারী। জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। ৪.৪ ওভারে (২৮ বল) ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। ১২০ রানের মাথায় তিনি আউট হন সাইফউদ্দিনের বলে।

কুশল পেরেরা ২৫ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। জয়ের জন্য লঙ্কানদের বাকি কাজটা সেরে দেন আভিষ্কা ফার্নান্দো (১১) ও চারিথ আশালঙ্কা (৮)।

হার দিয়ে শুরু হওয়ায় সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য সিরিজ–বাঁচানোর লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই রোববার।