বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি আজ থেকে ৮-৯ মাস আগে বলেছিলাম, এখনো একটি অদৃশ্য চক্র বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু।’
শনিবার (১২ জুলাই) বিকেলে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে বিগত সময়গুলোতে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশকে ঘিরে এখনো একটি অদৃশ্য মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কারা দেশে অস্থিরতা সৃষ্টি করছে, আমরা তা জানি।”
তিনি অভিযোগ করেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বারবার আহ্বান জানিয়েছি, যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যুবদলের এক কর্মীর রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে, অথচ এ নিয়ে কেউ মুখ খুলছে না। বিএনপি প্রতিবাদ করলে বলা হয়, আমরা ‘লাশের রাজনীতি’ করছি।”
তিনি জানান, “তিন মাস আগে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এখন এই সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারের।”
তারেক রহমান প্রশাসনের ভেতরে থাকা পূর্ববর্তী সরকারের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “কেউ কেউ ইস্যুবিহীন বিষয়কে ইস্যু বানিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। আবার নতুন করে কেউ যেন ছায়ার মতো এসে জড়িয়ে না পড়ে, সেদিকেও সতর্ক থাকতে হবে।”







































