সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৬ জুলাই ২০২৫, ৯:১১ অপরাহ্ন
শেয়ার

ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ১৩৩ রান


shamimইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। আর সেই কাক্ষিত জয় পেতে টাইগারদের মাত্র ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।

কলম্বোতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শেখ মেহেদির দুর্দান্ত স্পেলের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩২ রান শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদি।

শুরুতেই কিছুটা খরুচে ছিলেন শরিফুল ইসলাম। প্রথম ওভারে দেন ১৪ রান। শেষ বলটি ছক্কা হতে পারত, তবে কুশল মেন্ডিসের জোরালো শটটি ডিপ স্কয়ার লেগে তালুবন্দি করেন তাওহিদ হৃদয়।

দ্বিতীয় ওভারেই ম্যাচে আঘাত হানেন শেখ মেহেদি। তার ঘূর্ণিতে কুশল পেরেরা স্লিপে ক্যাচ দেন তানজিদ হাসান তামিমকে—ফেরেন গোল্ডেন ডাকে। এরপর ইনিংসের পঞ্চম ও নিজের দ্বিতীয় ওভারে ফেরান দিনেশ চান্দিমালকে (৫ বলে ৪)। মিডঅনে খেলতে গিয়ে জাকের আলীর হাতে ধরা পড়েন তিনি। তখন লঙ্কানদের স্কোর ৩৪/৩।

শেখ মেহেদির ঘূর্ণি থামেনি সেখানেই। নিজের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে (৮ বলে ৩)। ইনিংসের ১১তম ওভারে নিজের চতুর্থ ও শেষ ওভারে ফিরিয়ে দেন সেট ব্যাটার নিশাঙ্কাকেও (৩৯ বলে ৪৬), নিজের বলে নিজেই ক্যাচ নেন তিনি। তখন স্কোরবোর্ডে লঙ্কানদের রান ৬৬/৫।

এরপর শামীম হোসেন পাটোয়ারীর বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে কামিন্দু মেন্ডিস (১৫ বলে ২১) ক্যাচ দেন তানজিম সাকিবের হাতে। শেষদিকে কিছুটা লড়াই করেন দাসুন শানাকা। ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৫ রান করে দলকে একশো পের করান।

১৩৩ রানের এই টার্গেট পেরোতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ—প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।