জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “গোপালগঞ্জে কী হচ্ছে” শিরোনামে একটি পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পোস্টে তিনি লিখেছেন, “গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতটুকু জেনেছি, এনসিপির নেতারা যথাযথ প্রক্রিয়ায় প্রশাসনের সঙ্গে পূর্ব আলোচনা করে তাদের কর্মসূচির অনুমতি ও সহায়তা চেয়েছিলেন। এটি তাদের সাংবিধানিক রাজনৈতিক অধিকার। কিন্তু বর্তমানে যা ঘটছে, তাতে মাঠে কার্যত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে—নইলে এই ঘটনার পূর্ণ দায়ভার ইতিহাস সরকারের কাঁধে চাপাবে।”
ডা. শফিক আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট এলাকাবাসীকে সব ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। পাশাপাশি শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রতি আহ্বান জানাই—তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মোকাবিলা করে।”







































