Search
Close this search box.
Search
Close this search box.

আরবলীগ প্রধানের সঙ্গে আইএস নিয়ে আলোচনা কেরির

john-kerry-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জিহাদী সংগঠন ইসলামিক স্টেটের হুমকি নিয়ে আরব লীগ প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। গ্রুপের পরবর্তী বৈঠকের আগে শনিবার কেরি এ আলোচনায় বসেন।
খুব দ্রুত পরিবর্তনশীল মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আরবলীগের মন্ত্রীপর্যায়ের বৈঠক রোববার কায়রোয় অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রদপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, কেরি ও আরবলীগ প্রধান নাবিল আল আরাবি আইএস জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলায় আরবলীগ ও এর সদস্য রাষ্ট্রসমূহের যৌথভাবে আরো কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

chardike-ad

এছাড়া উভয়ে বিদেশী যোদ্ধাদের প্রবাহ বন্ধ এবং এ জঙ্গি গোষ্ঠীর অর্থায়ন প্রতিরোধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ নিয়েও আলোচনা করেন।