
ফাইল ছবি
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে এলডিসি উত্তরণ, শ্রম আইন সংশোধনসহ ব্যবসা ও বিনিয়োগ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা তাঁদের উদ্বেগ ও প্রস্তাবনা তুলে ধরেন।
বৈঠক শেষে আমীর খসরু বলেন, “অর্থনীতি রক্ষার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যৎ বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে এখনই কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।” তিনি মনে করেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য এখনো প্রস্তুত নয়, তাই এ প্রক্রিয়া স্থগিত রাখা উচিত। এজন্য জাতিসংঘকে বিষয়টি অবহিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ব্যবসায়ী নেতাদের মতামতের প্রসঙ্গে আমীর খসরু বলেন, “বড় ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশন হলে তা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক হবে না।”
এসময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং অন্তত তিন বছর পেছানো উচিত। একই সঙ্গে শ্রম আইনের কিছু ধারা- বিশেষ করে মাত্র ২০ জন শ্রমিক আবেদন করলেই ইউনিয়ন গঠনের সুযোগ- অপব্যবহারের আশঙ্কা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমান, এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিকেএমইএ সভাপতি এম এ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানসহ ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এসএম ফজলুল হক প্রমুখ বৈঠকে অংশ নেন।
































