শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর


Noor Hospital

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে সরকারকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, দেরিতে হলেও উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় সরকারকে সাধুবাদ জানানো হচ্ছে। দলটির নেতাদের মতে, নুরুল হক নুরের চিকিৎসা হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেধড়ক লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ওই ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়ে আসছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এদিকে, চলতি মাসের শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে, নুরুল হক নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।