শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৬:১৫ অপরাহ্ন
শেয়ার

ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত


IsraelKilledগত জুন মাসে তিন ইসরাইলি কিশোর অপহরণ ও হত্যার সঙ্গে যুক্ত সন্দেহে দুই ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন সেনা কর্মকর্তা। মঙ্গলবার দখলকৃত পশ্চিমতীরে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তিনি জানান, সন্দেহভাজনদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গুলি ছুঁড়লে তারাও ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় হতাহতের ঘটনা ঘটে। দুজন সন্দেহভাজনের মধ্যে একজনের মৃতদেহ চিহ্নিত করা হয়েছে। ওই তিন ইসরাইলি কিশোর অপহরণের সূত্র ধরে এক ফিলিস্তিনি কিশোর হত্যার পর উত্তেজনা সৃষ্টি হয় ইসরাইল ও হামাসের মধ্যে। এরপরই গাজায় হামলা শুরু করে ইসরাইল।