বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ অক্টোবর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
শেয়ার

পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ


hasnat

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ।

পোস্টে সারজিস বলেন, আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সব কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ ও তার স্ত্রীর ঘরে জন্ম নেয় এ নবজাতক। মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন।

হাসনাত এবং তার স্ত্রী উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আব্দুল্লাহ এবং পরবর্তীতে একই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন।

গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার সময় তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন এবং পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে বক্তব্য ও বিবৃতির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।