Search
Close this search box.
Search
Close this search box.

আবারও রেকর্ড গড়লেন সাকিব

Sakibএকই টেস্টে শতক ও পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব এর আগেও দেখিয়েছেন সাকিব আল হাসান। ২০১১ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রানের পর ৮২ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। তিন বছর পর আবারও অনন্য এই রেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একাধিকবার একই টেস্টে শতক ও পাঁচ উইকেট পাওয়া অলরাউন্ডারদের অভিজাত ক্লাবে ঢুকে গেলেন সাকিব। এই ক্লাবের সদস্য এখন পাঁচজন।

বাকিরা হলেন- ইয়ান বোথাম (৫ বার), গ্যারি সোবার্স (২ বার), মুশতাক মোহাম্মদ (২ বার) ও জ্যাক ক্যালিস (২ বার)! এদিকে টেস্ট ইতিহাসের ৩০তম নজির এটি। সর্বশেষ তিনবারই এই রেকর্ড গড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ২০১১ সালে সাকিবের পর ২০১৩ সালে সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন। একই সঙ্গে ব্যাট হাতে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক।

chardike-ad

বৃহস্পতিবার সকালেই সাকিব দুই উইকেট নেন। সাজঘরে ফেরান হ্যামিলটন মাসাকাদজা ও ম্যালকম ওয়ালারকে। এর আগে তৃতীয় দিনে টেলর, আরভিন ও চিগাম্বুরার উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিলেন সাকিব। ক্যারিয়ারে ১৩ বার।