shinসত্তর বছর বয়সী কোরিয়ার সাবেক প্রসিকিউটর জেনারেল শিন সং নামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন একটি ক্লাবে কর্মরত একজন মহিলা। শিন খিয়ংগিদোর ফরচুন হিলস নামের এই ক্লাবটির চেয়ারম্যান। ক্লাবটির অভিযোগকারী নারী সদসস্যের দাবি গত বছরের ২২শে জুন ক্লাবে তার ব্যক্তিগত কক্ষে ঢুকে প্রায় দুই ঘণ্টা ধরে তাকে বিভিন্ন রকম যৌন হয়রানি করেন শিন। এরই প্রেক্ষিতে গত সপ্তাহে পুলিশ স্টেশনে একটি অভিযোগপত্র দায়ের করেন ঐ মহিলা। পরবর্তীতে স্থানীয় পুলিশ অভিযোগটি খতিয়ে দেখা শুরু করে।

এ বিষয়ে খিইয়ংগি  রাজ্য পুলিশের একজন কর্মকর্তা বলেন, “ চলতি সপ্তাহেই আমদের প্রাথমিক তদন্ত কাজ শেষ হবে। এরপরেই আমরা শিনকে জিজ্ঞাসাবাদ করবো”। যদিও জেনারেল শিন বরাবরই তার বিরুদ্ধে উঠা অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করে আসছেন।

chardike-ad