Search
Close this search box.
Search
Close this search box.

নারায়ণগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ; গুলিবিদ্ধ ১

narayangongনারায়ণগঞ্জের আড়াইহাজারে বিলবোর্ড উচ্ছেদকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমজাদ নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার পাচুটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

chardike-ad

সংঘর্ষের কারণে প্রায় ঘণ্টাখানেক ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাজনৈতিক প্রচারণামূলক বিলবোর্ড উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে গুলিবিদ্ধ হন আওয়ামী লীগ নেতা আমজাদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা যায়নি।

আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান ওসি।

এর আগে গত রোববার যুবদলের এক কেন্দ্রীয় নেতার বিলবোর্ড ভাঙার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমর্থিতদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের তৎপরতায় সেদিনের উত্তেজনা সামাল দেওয়া হয়।