মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ ডিসেম্বর ২০১৪, ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার

ভালুকায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা


killingময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুসহ (৩৫) একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত অন্যরা হলেন রফিকের স্ত্রী পারুল আক্তার (২৫), দুই মেয়ে জিনিয়া (৬) ও রিমা (২)।

সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা ভালুকা থানার এএসআই সেলিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারুল আক্তারের বিবস্ত্র লাশ পাওয়া যায়। তার শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছে।