শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ ডিসেম্বর ২০১৪, ২:৩০ অপরাহ্ন
শেয়ার

বুধ-বৃহস্পতি সারাদেশে জামায়াতের হরতাল


একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুক্তিযুদ্ধকালীন আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদানের প্রতিবাদে আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তাঁর দল জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, “এ রায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের অংশ। এ ষড়যন্ত্রের প্রতিবাদে ৩১ ডিসেম্বর বুধবার এবং ১ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা এবং পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।”