Search
Close this search box.
Search
Close this search box.

১২ বছরের মধ্যে সবচেয়ে শ্লথগতির বিক্রিতে হুন্দাই-কিয়া

kia hyundaiদক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর কোম্পানি এবং তাদের শাখা কোম্পানি কিয়া মোটরস করপোরেশন ২০১৫ সালের বিক্রির পূর্বাভাস প্রকাশ করেছে। পূর্বাভাস অনুযায়ী, ২০০৩ সালের পর সবচেয়ে শ্লথগতির বিক্রি প্রত্যাশা করছে তারা। খবর রয়টার্স।

বিক্রির দিকে থেকে হুন্দাই ও কিয়া মিলিতভাবে বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি। কোম্পানি দুটি বলছে, ২০১৫ সালে তাদের প্রত্যাশিত বিক্রি লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ মিলিয়ন গাড়ি। এ সংখ্যা গত বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি হলেও ২০০৩ সালের পর সবচেয়ে ছোট বৃদ্ধি। ২০০৩ সালে বিক্রি বেড়েছিল ২ শতাংশ।

chardike-ad

হুন্দাই মোটর গ্রুপের চেয়ারম্যান চাং মং কো বলেন, যখন বিশ্ব অর্থনীতি খুব শ্লথগতিতে অগ্রসর হচ্ছে, সে সময় উদীয়মান বাজারগুলোয় রাজনৈতিক অনিশ্চতা বাড়ছে এবং গাড়ি নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।

দুই বছর আগে চীনে নতুন কারখানা স্থাপনের কাজ স্থগিত করার পর দেশটিতে হুন্দাই ও কিয়ার বিক্রি প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ে।