Search
Close this search box.
Search
Close this search box.

মুখের কথা মুহূর্তেই অনুবাদ করবে গুগল

google

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি গুগল অনুবাদের নতুন অ্যাপ আনতে যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো বক্তব্য তৎক্ষণাৎ টেক্সটে রূপান্তরিত হবে। যেকোনো অ্যানড্রোয়েড ফোনে এটি ব্যবহার করা যাবে।

chardike-ad

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অ্যাপ ব্যবহার করে কথা বলার সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে তার অনুবাদ সেবা মিলবে।

অর্থাৎ ফোনের একপ্রান্ত থেকে যে ভাষায়ই কথা বলা হোক না কেনো অপর প্রান্তের ব্যবহারকরীরা নিজ ভাষায় তা শুনতে ও দেখতে পাবেন।

গুগল বর্তমানে লিখিত ভাষাকে বিভিন্ন ভাষায় অনুবাদের সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু মুখের কথাকে অনুবাদ করার কাজটা অনেকটাই নতুন।

অবশ্য বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট বেশকিছুদিন আগে স্কাইপে স্বয়ংক্রিয় অনুবাদ সেবা যুক্ত করেছে। উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে স্কাইপির এই সেবা পাওয়া যায়।