Search
Close this search box.
Search
Close this search box.

আবারও শীর্ষে টয়োটা

toyota

২০১৪ সালেও গাড়ি বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

chardike-ad

বুধবার টয়োটার মুখপাত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে গতবছরে তাদের বিক্রির তথ্য তুলে ধরেন।

টয়োটা বলছে, ২০১৪ সালে ১০২ কোটি ৩০ লাখ গাড়ি বিক্রি করেছে তারা। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন এবং মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরসকে পেছনে ফেলে সর্বাধিক গাড়ি বিক্রি করেছে টয়োটা ।

গত বছর ভক্সওয়াগন, গাড়ি বিক্রি করেছে ১০১ কোটি ৫০ লাখ এবং জেনারেল মটরস বিক্রি করেছে ৯৯ কোটি ২০ লাখ গাড়ি।

২০০৮ সালে জেনারেল মটরসকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করে টয়োটা্। কিন্তু জাপানে সুনামির কারণে উৎপাদন এবং বিপণন ব্যবস্থা অনেকটা ভেঙে পড়ায় পরের ৩ বছর তারা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি।

২০১২ সালে ডেট্রোইটকে পেছনে ফেলে তারা আবার শীর্ষ বিক্রেতার আসন দখল করে।

কোম্পানিটি বলছে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ এশিয়ার কিছু বড় বাজারে রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের মুনাফা কিছুটা কমেছে।

তারপরও টয়োটা আশা করছে, চলতি অর্থবছরে তারা ২৬ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন মুনাফা করবে।

টয়োটা বলছে, সুনাম রক্ষার্থে বিশ্বজুড়ে তাদের গাড়ির এয়ারব্যাগের (তাকাতা সংস্থার তৈরি) সমস্যাসহ বিভিন্ন সমস্যার কারণে লক্ষাধিক গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টয়োটা নির্বাহী বলেছেন, বিক্রির চেয়ে গুণগতমান আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।