বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৯ ফেব্রুয়ারী ২০১৫, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

চীনা পর্যটকদের প্রথম পছন্দ দ. কোরিয়া


চীনা পর্যটকদের কাছে ভিনদেশের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া শীর্ষস্থানে রয়েছে। চীনে চলমান সাপ্তাহিক ছুটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত একটি জরিপের ফলে এমন তথ্য উঠে এসেছে। সম্পর্কিত আরও একটি খবরঃ চীনা পর্যটকদের কাছে সিউলের জনপ্রিয়তা বাড়ছে

chinese_tourists_in_korea (Custom)

সিউলের মিয়োংদোংয়ে শপিং মল ঘুরে দেখছেন চীনা পর্যটকরা। ছবিটি বুধবার তোলা। ইয়নহাপ।

চীনের জাতীয় পর্যটন প্রশাসনের ওই জরিপ প্রতিবেদন অনুসারে এ বছর চন্দ্র নববর্ষের ছুটিতে অন্তত ৫১ লাখ ৯০ হাজার চীনা নাগরিক দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন যা গেলোবারের তুলনায় ১০ শতাংশ বেশী। আর এই বিদেশগামী পর্যটকদের ১৫.৬ শতাংশের গন্তব্য দক্ষিণ কোরিয়া।

পর্যটকদের পছন্দের তালিকায় সেরা পাঁচের বাকি চারটি দেশ হচ্ছে যথাক্রমে থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর।

দক্ষিণ কোরিয়া সরকারের ভাষ্য অনুসারে, কোরিয়ান গান ও টিভি নাটকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও চীনা মুদ্রার মূল্যবৃদ্ধির সুবাদে ২০১৪ সালে কোরিয়ায় চীনা পর্যটকের সংখ্যা এক বছরে ৪৬ শতাংশ বেড়ে ৬৩ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে যায়।