Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে শঙ্কা

Stadium-bd
ব্রিসবেন ক্রিকেট মাঠের বাইরের ছবি

২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় এই ম্যাচ নিয়ে এখনো শঙ্কা কাটেনি। কারণ, ব্রিসবেনের ২১ ফেব্রুয়ারির আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, শনিবার সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ।

chardike-ad

বৃষ্টি হতে পারে সর্বনিম্ন ২৪ মিনিট থেকে সর্বোচ্চ ২৯ মিনিট পর্যন্ত। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের বেগ বেড়ে সকালের দিকে ২০ থেকে ৩০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন আবহওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নির্বিঘ্নে হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ম্যাচ খেলতে ইতিমধ্যে ব্রিসবেন পৌঁছেছে বাংলাদেশ দল।

এদিকে ঝোড়ো বাতাসের কারণে অস্ট্রেলিয়া দল বাইরে অনুশীলন করতে পারেনি। তারা আজ ইনডোরে অনুশীলন করেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিরতে সবুজ সংকেত পেয়েছেন মাইকেল ক্লার্ক।