Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে ধূমপানে ২৩ হাজার মৃত্যু

smokeসৌদি আরবে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। দেশটিতে এই হার এখন মারাত্মক রূপ ধারণ করেছে।

সৌদি আরবের ধূমপানবিরোধী একটি সেন্টারের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

chardike-ad

প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবে গত বছর ধূমপানের কারণে ২৩ হাজার জনের মৃত্যু হয়েছে। আর ২০২৫ সালে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধূমপান ঠেকাতে দেশটির গৃহীত পদক্ষেপকে দুর্বল হিসেবে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া পরোক্ষ ধূমপান সম্পর্কে সতর্ক করা হয়েছে।

সারাবিশ্বেই কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে ধূমপানের আসক্তি বাড়ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি আরবের ধূমপানবিরোধী ওই কেন্দ্রের নাসের সালেহ জানান, কিশোর ধূমপায়ীরা আগে বাবা-মা ও প্রতিবেশীদের ভয়ে লুকিয়ে ধূমপান করত। কিন্তু এখন তারা তাদের বাড়ির আশপাশে এবং সবার সামনেই ধূমপান করে। এতে ধূমপানের ক্ষতি নিয়ে তাদের অসচেতনতার বিষয়টিই ফুটে উঠছে।

সূত্র: আরব নিউজ