Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ-ভারত টেস্ট পরিসংখ্যান

bangladesh-vs-indiaদীর্ঘ অপেক্ষার পালা শেষ হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ বছর পর আবারও ভারতের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ফতুল্লায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি। এর আগে দুই দলের টেস্ট পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

টেস্টে এ পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশের অবশ্য কোনো জয় নেই। একটি মাত্র টেস্ট ড্র করেছে টাইগাররা। বাকি ছয় ম্যাচেই জিতেছে ভারতীয়রা। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচগুলো।

chardike-ad

বাংলাদেশ-ভারত, নভেম্বর ২০০০
ভেন্যু : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
বাংলাদেশ প্রথম ইনিংস ৪০০/১০ (আমিনুল ইসলাম ১৪৫, হাবিবুল বাশার ৭১; সুনীল জসি ৫/১৪২, জহির খান ২/৪৯) ও দ্বিতীয় ইনিংস ৯১/১০ (হাবিবুল বাশার ৩০, খালেদ মাসুদ ২১; শ্রীনাথ ৩/১৯, সুনীল জসি ৩/২৭)
ভারত প্রথম ইনিংস ৪২৯/১০ (সুনীল জসি ৯২, সৌরভ গাঙ্গুলি ৮৪; নাঈমুর রহমান ৬/১৩২, মোহাম্মদ রফিক ৩/১১৭) ও দ্বিতীয় ইনিংস ৬৪/১ (রাহুল দ্রাবিড় ৪১*, শিব দাস ২২*, হাসিবুল হাসান ১/৩১)
ফল : ৯ উইকেটে জয়ী ভারত
ম্যাচসেরা : সুনীল জসি

বাংলাদেশ-ভারত, ডিসেম্বর ২০০৪
ভেন্যু : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
বাংলাদেশ প্রথম ইনিংস ১৮৪/১০ (মোহাম্মদ আশরাফুল ৬০*, মোহাম্মদ রফিক ৪৭; ইরফান পাঠান ৫/৪৫, অনীল কুম্বলে ২/৪৫) ও দ্বিতীয় ইনিংস ২০২/১০ (মানজারুল ইসলাম ৬৯, নাফীজ ইকবাল ৫৪; ইরফান পাঠান ৬/৫১, অনীল কুম্বলে ২/৪২)
ভারত প্রথম ইনিংস ৫২৬/১০ (শচীন টেন্ডুলকার ২৪৮*, জহির খান ৭৫; মুশফিকুর রহমান ২/১০৪, মোহাম্মদ রফিক ২/১১৩)
ফল : ইনিংস ও ১৪০ রানে জয়ী ভারত
ম্যাচসেরা : ইরফান পাঠান

বাংলাদেশ-ভারত, ডিসেম্বর ২০০৪
ভেন্যু : এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
ভারত প্রথম ইনিংস ৫৪০/১০ (রাহুল দ্রাবিড় ১৬০, গৌতম গম্ভীর ১৩৯, মোহাম্মদ রফিক ৪/১৫৬, মাশরাফি বিন মুর্তজা ৩/৬০)
বাংলাদেশ প্রথম ইনিংস ৩৩৩/১০ (আশরাফুল ১৫৮*, আফতাব আহমেদ ৪৩; অনীল কুম্বলে ৪/৫৫, জহির খান ২/৭৬) ও দ্বিতীয় ইনিংস ১২৪/১০ (মোহাম্মদ রফিক ২২, হাবিবুল বাশার ১৭; ইরফান পাঠান ৫/৩২, হরভজন সিং ২/১৯)
ফল : ইনিংস ও ৮৩ রানে জয়ী ভারত
ম্যাচসেরা : মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ-ভারত, মে ২০০৭
ভেন্যু : বীরশ্রেষ্ঠ শহীদ রহুল আমিন স্টেডিয়াম, চট্টগ্রাম
ভারত প্রথম ইনিংস ৩৮৭/৮ ইনিংস ঘোষণা (শচীন টেন্ডুলকার ১০১, সৌরভ গাঙ্গুলি ১০০; মাশরাফি ৪/৯৭, শাহাদাত হোসেন ৩/৭৬) ও দ্বিতীয় ইনিংস ১০০/৬ (শচীন টেন্ডুলকার ৩১, দিনেশ কার্তিক ২২; মোহাম্মদ রফিক ৩/২৭, শাহাদাত হোসেন ২/৩০)
বাংলাদেশ প্রথম ইনিংস ২৩৮/১০ (মাশরাফি ৭৯, রাজিন সালেহ ৪১; আরপি সিং ৩/৪৫, বিক্রম সিং ৩/৪৮) ও দ্বিতীয় ইনিংস ১০৪/২ (জাভেদ ওমর ৫২*, হাবিবুল বাশার ৩৭; আরপি সিং ১/২৯)
ফল : ম্যাচ ড্র
ম্যাচসেরা : মাশরাফি

বাংলাদেশ-ভারত, মে ২০০৭
ভেন্যু : শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
ভারত প্রথম ইনিংস ৬১০/৭ ইনিংস ঘোষণা (ওয়াসিম জাফর ১৩৮, রাহুল দ্রাবিড় ১২৯, দিনেশ কার্তিক ১২৯, শচীন টেন্ডুলকার ১২২*; মোহাম্মদ রফিক ২/১৮১, মাশরাফি ১/১০০)
বাংলাদেশ প্রথম ইনিংস ১১৮/১০ (সাকিব আল হাসান ৩০, খালেদ মাসুদ ২৫; জহির খান ৫/৩৪, অনীল কুম্বলে ৩/৩২) ও দ্বিতীয় ইনিংস ২৫৩/১০ ( মাশরাফি ৭০, আশরাফুল ৬৭; রমেশ পাওয়ার ৩/৩৩, টেন্ডুলকার ২/৩৫)
ফল : ইনিংস ও ২৩৯ রানে জয়ী ভারত
ম্যাচসেরা : জহির খান

বাংলাদেশ-ভারত, জানুয়ারি ২০১০
ভেন্যু : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ভারত প্রথম ইনিংস ২৪৩/১০ (শ্চীন টেন্ডুলকার ১০৫*, বীরেন্দর শেবাগ ৫২; সাকিব ৫/৬২, শাহাদাত ৫/৭১) ও দ্বিতীয় ইনিংস ৪১৩/৮ (গৌতম গম্ভীর ১১৬, ভিভিএস লক্ষ্মণ ৬৯*, মাহমুদউল্লাহ ২/৫২, সাকিব ২/১২)
বাংলাদেশ প্রথম ইনিংস ২৪২/১০ (মাহমুদউল্লাহ ৬৯, মুশফিকুর রহিম ৪৪; জহির খান ৩/৫৪, অমিত মিশ্র ৩/৬৬) ও দ্বিতীয় ইনিংস ৩০১/১০ (মুশফিকুর রহিম ১০১, তামিম ইকবাল ৫২; অমিত মিশ্র ৪/৯২, ইশান্ত শর্মা ৩/৪৮)
ফল : ১১৩ রানে জয়ী ভারত
ম্যাচসেরা : শচীন টেন্ডুলকার

বাংলাদেশ-ভারত, জানুয়ারি ২০১০
ভেন্যু : শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
বাংলাদেশ প্রথম ইনিংস ২৩৩/১০ (মাহমুদউল্লাহ ৯৬*, আশরাফুল ৩৯, সাকিব ৩৪; ইশান্ত শর্মা ৪/৬৬, জহির খান ৩/৬২) ও দ্বিতীয় ইনিংস ৩১২/১০ (তামিম ইকবাল ১৫১, জুনাইদ সিদ্দিকী ৫৫, শাহাদাত ৪০; জহির খান ৭/৮৭, প্রজ্ঞায়ান ওঝা ২/৭৭)
ভারত প্রথম ইনিংস ৫৪৪/৮ ইনিংস ঘোষণা (টেন্ডুলকার ১৪৩, দ্রাবিড় ১১১, ধোনি ৮৯; শফিউল ৩/৮৬, সাকিব ২/১৮) ও দ্বিতীয় ইনিংস ২/১০।
ফল : ১০ উইকেটে জয়ী ভারত
ম্যাচসেরা: জহির খান