Search
Close this search box.
Search
Close this search box.

দ: কোরিয়ায় মার্স ভাইরাসে ১৬তম ব্যক্তির মৃত্যু, নতুন আক্রান্ত ৫

mersদক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মার্স ভাইরাসে আক্রান্ত দেশটিতে মোট ১৬ জনের প্রাণহানি ঘটলো। এদিকে সেখানে মার্স ভাইসরাসে নতুন করে আরো পাঁচজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসের কারণে ৫ হাজার ২শ’ জনের বেশী লোককে আলাদা করে রাখা হয়েছে। এতে সকলের মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে।

মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যাওয়ায় এ ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ালো। উল্লেখ্য, প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ছড়িয়ে পড়ে।

chardike-ad

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির ডায়াবেটিস ছিল।

ওই বিবৃতিতে বলা হয়, এনিয়ে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মোট ১৫০ জনে দাঁড়ালো। এদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বলা হয়, বর্তমানে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ১৭ জনের অবস্থা আশংকাজনক।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের সিউল ও দায়িজিওনসহ বিভিন্ন নগরীর হাসপাতালে নতুন করে আরো পাঁচজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত এসব রোগীর বয়স ৩৯ থেকে ৮৪ বছরের মধ্যে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখন পর্যন্ত মার্স ভাইরাসের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি। এ ভাইরাসে মৃত্যুর হার ৩৫ শতাংশ।