Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী আটক

malaysiaমালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় গিয়ে চাকরি করায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির রাজধানী কুয়ালালামপুরের সানওয়ে পিরামিড ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানওয়ে কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন রেস্টুরেন্ট ও পাশের নির্মাণ প্রকল্প থেকে প্রায় ৮০ জনকে আটক করে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ।

chardike-ad

এছাড়া সানওয়ের বাইরে বিভিন্ন ভিডিও গেমস স্টোর থেকে ২৫ জন ও ক্লাং এলাকা থেকে আরও প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আটক করা হয়। আটক সবাই স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এসব শিক্ষার্থীরা বেশিরভাগই লিংকন ইউনিভার্সিটি, এডাম কলেজ ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র। এ কলেজগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় মানবপাচারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় শিক্ষার্থীদের কোনো ধরনের পার্টটাইম কাজের স্বীকৃতি নেই। তারা পরিচয় গোপন রেখে রেস্টুরেন্ট ও নির্মাণ প্রকল্পে কাজ করে থাকে।