অনলাইন প্রতিবেদক, ৮ এপ্রিল, ২০১৩:
উল্লেখ্য, কেসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ২০০৪ সালে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের ঐক্যমত্যের ভিত্তিতে স্থাপন করা হয়। বর্তমানে ১২৩টি দক্ষিণ কোরিয়ান কোম্পানী প্রায় ৫৫৭ বিলিয়ন উওন বিনিয়োগ করেছে। ঐসব কারখানাই ৫৪ হাজার উত্তর কোরিয়ার শ্রমিক কাজ করছে। যারা প্রতি মাসে গড়ে ১৩৪ ডলার বেতন পেয়ে থাকে। আড়াই থেকে তিন লাখ লোকের বসবাস কেসং এলাকায়।
উত্তর কোরিয়া কেসং থেকে সব শ্রমিক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। আজ সোমবার উত্তর কোরিয়ার প্রধান সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে। দেশের মর্যাদা রক্ষা করতেই উত্তর কোরিয়া এই সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানিয়েছে। আগামী ১০ মার্চের মধ্যেই তাদের সব শ্রমিককে প্রত্যাহার করবে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি। কেসংএ দক্ষিণ কোরিয়ার নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার পরও ১২৩ টি দক্ষিণ কোরিয়ান কোম্পানীর মধ্যে ১১৩টি কোম্পানী তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তের পর কি হবে তা এখনো জানায়নি দক্ষিণ কোরিয়া।
