ঈদ মোবারক! পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সিউল সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে এ তথ্য জানিয়েছে।বাংলা টেলিগ্রাফের পক্ষ থেকে সকল কোরিয়া প্রবাসী ভাই-বোনদের জন্য রইলো ঈদের আন্তরিক শুভেচ্ছা।

eid mobarak

chardike-ad

সিউল কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় কোরিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কোরিয়ার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা হবে।

বাংলাদেশের মত সারাদেশব্যাপী উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যেই ঈদ উদযাপন করবেন। কোরিয়ান মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী মুসলিম কোরিয়ায় ঈদ পালন করবে।