বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে জরুরি অবতরণ করেছে। উপজেলার জোরারগঞ্জের দুর্গাপুরের একটি ধানক্ষেতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হেলিকপ্টারের পাইলটসহ তিন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মিরসরাইয়ের জোরারগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে বিমান বাহিনীর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাইলটসহ হেলিকপ্টারের তিন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।(প্রতিক্ষণ)