শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ অগাস্ট ২০১৫, ৪:৫২ অপরাহ্ন
শেয়ার

গ্রিনলাইন বাসে গ্রামীণফোনের ওয়াই-ফাই


green lineঢাকা-কক্সবাজার এবং ঢাকা-সিলেট রুটে গ্রিনলাইন পরিবহনের যাত্রীরা এখন থেকে ভ্রমণের সময় ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে গ্রামীণফোনের থ্রিজি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন।

শনিবার গ্রামীণফোনের এ সেবাটির উদ্বোধন করেন গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার মো. আব্দুস সাত্তার ও গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম।

এসময় গ্রিনলাইন পরিবহনের মালিক মোহাম্মদ আলাউদ্দিন, গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস বাকি বিল্লাহ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তঃজেলা যাত্রীদের ইন্টারনেট সেবা প্রদানে এই প্রথম কোনো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই উদ্যোগ নিল। অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে গ্রিনলাইনের সব রুটের যাত্রীদের জন্যই এ সেবা সংযোজন করা হবে।