Search
Close this search box.
Search
Close this search box.

অভিবাসন ঠেকাতে বুদাপেষ্টের রেল স্টেশন বন্ধ, বিক্ষোভ

budapastইউরোপে অভিবাসী প্রত্যাশীদের চাপ সামলাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেষ্টের একটি রেল স্টেশন বন্ধ করে দেয়ার পর বিক্ষোভে ফেটে পড়েছেন অভিবাসীরা। হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের আইনের কথা বলে রেল স্টেশনটি বন্ধ করে দিয়েছে।

এ স্টেশনটি ব্যবহার করেই অভিবাসী প্রত্যাশীরা জার্মানি ও ভিয়েনায় পৌঁছে।

chardike-ad

হাঙ্গেরি অবশ্য বলছে যে, তারা ইইউ’র আইন মানার চেষ্টা করছে। দেশটির একজন মুখপাত্র বলেছেন, হাঙ্গেরি ইইউ আইন মানার চেষ্টা করছে। এই অঞ্চলের ২৬টি দেশে ভ্রমণ করতে হলে ভিসা-পাসপোর্ট থাকতে হবে। আমরা বিষয়টি নিশ্চিত করতে চাইছি।

রেল স্টেশনটির বাইরে যে শতশত অভিবাসন প্রত্যাশী নাগরিক আছে, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে চাপ প্রয়োগ করছে পুলিশ। কিন্তু অভিবাসীরা ট্রেনের টিকিট উচিয়ে বিক্সোভ প্রদর্শন করে যাচ্ছেন।

এমন অবস্থার প্রেক্ষিতে জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ইউরোপের সবগুলো দেশেরই উচিত অভিবাসীদের নিজেদের মধ্যে সুষম বন্টন করে নেয়া।