Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশীয় বিমানের জরুরি অবতরণ

malaysia-airlinesমালয়েশিয়া এয়ারলাইন্স জানিয়েছে, ভাঙা শৌচাগারের কারণে কোম্পানির একটি বিমান বৃহস্পতিবার ভারতে জরুরি অবতরণ করেছে। এমএইচ১৭ যে রুট দিয়ে গিয়েছিল এই বিমানটিও সেই রুট দিয়ে যাচ্ছিল। গত বছর ইউক্রেনে বিমানটিকে ভূপাতিত করা হয়। খবর এএফপি’র।

কোম্পানির এক নারী মুখপাত্র জানান, এমএইচ১৭ এর নতুন ফ্লাইট কোড এমএইচ১৯ চেন্নাইয়ে জরুরি অবতরণ করে। বিমানটি আমস্টারড্যাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল।

chardike-ad

নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে বিমানটির কুয়ালালামপুরে অবতরণের কথা ছিল।

কোম্পানিটির নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স বারহাদ নামে একটি নতুন কোম্পানি চালু করার মাত্র দুইদিন পরই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল।

২০১৪ সালের জুলাই মাসে এমএইচ ১৭ কে মিসাইল ছুড়ে ভূপাতিত করা হয়। ওই ঘটনায় বিমানটির ২৯৮ আরোহীর সবাই নিহত হয়।

নারী মুখপাত্র আরও জানান, চেন্নাইয়ে অবতরণের স্থান না পাওয়ায় এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে ফেলার জন্য বিমানটি ভারতে অবতরণ করার আগে দুই বার চক্কর দেয়।