North-South-Korea-Shutterstock-Giordano-Aitaদক্ষিণ কোরিয়ার নৌবাহিনী দেশটির সমুদ্রসীমায় চলে আসা উত্তর কোরীয় নৌযান লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ সংবাদ সংস্থা ইয়োনহাপ।

প্রতিবেদনে বলা হয়, শনিবার কোরীয় সময় ১৫:৩০-এ (জিএমটি ০৬:৩০) উত্তর কোরিয়ার একটি টহল নৌকা সমুদ্রসীমা অতিক্রম করলে সেটি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়।

chardike-ad
 ইয়েলো সি-র সমুদ্রসীমা নিয়ে উত্তর কোরিয়া আপত্তি জানিয়ে আসছে এবং এর আগেও তারা সেই সীমা অতিক্রম করেছে।

গত বছরের অক্টোবরেও দুই দেশের জাহাজ ইয়নপিয়ং দ্বীপের কাছে গুলি বিনিময় করেছে।

এমন এক সময়ে ঘটনাটি ঘটল যখন দুই দেশ ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর একটি পুনর্মিলনীর আয়োজন করছে। গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় পুনর্মিলনী।-বিবিসি।