Search
Close this search box.
Search
Close this search box.

ফুটবলার নজরুল যেভাবে হলেন কাবিলা

kabilaঢাকাই সিনেমাতে একসময় একনামেই মানুষ চিনতেন দিলদারকে। দিলদারের পর সেই জায়গাটাতে চলে এসেছেন কাবিলা। ভয়ঙ্কর চরিত্র দিয়ে সিনেমাতে তার প্রবেশ হলেও এখন তিনি হাসির উপকরণ। তথা পুরো বিনোদন নির্ভর একজন মানুষ তিনি। বাচনভঙ্গি আর অভিনয়ের কারণে ঢালিউডে এখন অাকাশ ছোঁয়া জনপ্রিয়তা রয়েছে কাবিলার।


আর শোনা যাবে না কাবিলার কণ্ঠস্বর!

chardike-ad

তবে শুধু পর্দায় নয়, আরও একটি অঙ্গনে বেশ নামজাদা ছিলেন এ অভিনেতা। আর তা হলো একসময় তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। বেশিরভাগ সময়ে তাকে পাওয়া গেছে নিজ এলাকার দল আরামবাগের হয়ে ফুটবল মাঠে। আশির দশকে প্রথম শ্রেণির ফুটবলেও তাকে নিয়মিত দেখা যেত। সেসময় তাকে সবাই চিনত নজরুল ইসলাম নামে। চলচ্চিত্রে অভিনয়ের পর কাবিলা নামে পর্দায় আসেন তিনি।

জানা যায়, হাঁটুতে আঘাত পাওয়ায় কারণে তিনি খেলা ছেড়ে দেন। এরপর চলচ্চিত্রে মনোনিবেশ করেন। ফুটবলার কাবিলার একটি সাদা-কালো ছবি পাওয়া গেছে ক্রীড়া সাংবাদিক নাজমুল আলম কিরণের ফেসবুকে। বর্তমানে কাবিলা দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছেন।