শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩০ মে ২০১৬, ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার

মক্কায় প্রতি পাঁচটি কাজের চারটিতে সৌদি নাগরিক


soudi-mapমক্কার হোটেল ও পর্যটন রিসোর্টগুলোয় প্রতি পাঁচটি কর্মসংস্থানের চারটিতেই সৌদি নাগরিকদের নিয়োগ দেয়ার কথা জানিয়েছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। আগামী কয়েক মাসের মধ্যে এ পদক্ষেপ কার্যকর করা হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

বেসরকারি খাতে প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে নিজস্ব নাগরিকদের নিয়োগ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। ‘সৌদিডাইজেশন’ পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ পর্যটন খাতের ৮০ শতাংশ সৌদি নাগরিকদের দখলে চলে যাবে বলে সৌদি গ্যাজেট এক প্রতিবেদন প্রকাশ করেছে।

মক্কায় শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের শাখার পরিচালক আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল ওলায়ান জানান, সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ (এসসিটিএইচ) ও হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফান্ডের (এইচএডিএএফ) সহযোগিতায় সৌদিডাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।