Search
Close this search box.
Search
Close this search box.

সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় ১১ জন

cricketঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন-পুরনো মিলিয়ে ১১ জন বোলারের অ্যাকশন সন্দেহজনক বলে অভিযুক্ত হয়েছেন। বিষয়টা জানিয়েছেন বিসিবির মিডিয়া ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ তালিকায় পেসার রয়েছেন মাত্র একজন। বাকি ১০ জনই স্পিনার। এদের মধ্যে ১০ জনকে নিয়ে ঈদের পর ২০ জুলাই থেকে অ্যাকশন শোধরানোর কাজ শুরু করবে বলে জানিয়েছে অ্যাকশন রিভিউ কমিটি।

chardike-ad

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচিত বিষয় সন্দেহজনক বোলিং অ্যাকশন। বিশেষ করে তাসকিন এবং আরাফাত সানি নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়ার পর টনক নড়ে বিসিবির। ভবিষ্যতে এ সমস্যায় আর যেন না পড়তে হয় তাই এবারের লিগে বোলারদের বোলিং অ্যাকশনে আলাদা নজর দেওয়া হয়।

আম্পায়ারদের দৃষ্টিতে কোনো বোলারের বোলিং নিয়ে সন্দেহ হলে তার বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতেই এই ১১ জনের তালিকা করা হয়।

অভিযুক্ত ১১ বোলারের তালিকা
মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
মইনুল ইসলাম (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
অমিত কুমার নয়ন (আবাহনী লিমিটেড)
রেজাউল করীম রাজীব (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)
মোহাম্মদ শরিফুল্লাহ (কলাবাগান ক্রীড়া চক্র)
আসিফ আহামেদ রাতুল (লিজেন্ডস অব রূপগঞ্জ)
নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
ফয়সাল হোসেন ডিকেন্স (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
সঞ্জিত সাহা (ব্রাদার্স ইউনিয়ন)
সাইফুদ্দিন (সিসিএস)
আরাফাত সানি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)