Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় বন্দর মালিকানা সংহত করল ডিপি ওয়ার্ল্ড

busan-port

দক্ষিণ কোরিয়ার বুসান নিউপোর্ট কোম্পানির (পিএনসি) আরো ২৩ দশমিক ৯৪ শতাংশ অধিগ্রহণ করেছে দুবাইভিত্তিক বন্দর পরিচালন কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ড বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ কোরীয় কোম্পানিটির অধিকাংশ শেয়ারের মালিকানা পেল ডিপি ওয়ার্ল্ড। খবর এএফপি।

chardike-ad

এক বিবৃতিতে দুবাইভিত্তিক কোম্পানিটি জানায়, দক্ষিণ কোরিয়ার স্যামসাং করপোরেশনের কাছ থেকে শেয়ার কেনার ফলে পিএনসির মোট ৬৬ দশমিক শূন্য ৩ শতাংশের মালিকানা পেল ডিপি ওয়ার্ল্ড। দেশটির বুসান বন্দরের বৃহত্তম টার্মিনাল পরিচালনা করে পিএনসি। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, আমরা আশা করছি বুসান বন্দর আমাদের বৈশ্বিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে। এ বিনিয়োগ দক্ষিণ কোরিয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। ছয়টি মহাদেশে ৭৭টি সামুদ্রিক ও স্থল টার্মিনাল পরিচালনা করছে ডিপি ওয়ার্ল্ড। পিএনসি একটি যৌথ উদ্যোগ। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যার নেতৃত্বে রয়েছে স্যামসাং, হানজিন হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কন্সট্রাকসন এবং আরো কয়েকটি কোরীয় নির্মাণ কোম্পানি।