Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রোজা

ramadanসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে গতকাল বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে সৌদি আরবস,কাতারে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

কাতার সরকারের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কাল দেখা যাবে। আর এ কারণে রমজান মাস শুরু হচ্ছে আগামী শনিবার। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে আগামী রোববার বাংলাদেশে পবিত্র রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

chardike-ad

হিজরি সনের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর।