শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ জুন ২০১৭, ৮:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

সৌদিতে বাংলাদেশি মালিকানাধীন শতাধিক দোকানে আগুন


soudiসৌদি আরবের রাজধানী রিয়াদের একটি মার্কেটে আগুন লেগে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন দুইশরও বেশি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বাথা মার্কেট’ নামে ওই মার্কেটে আগুন লাগে।

মার্কেটের একটি প্রতিষ্ঠানের কর্মী প্রবাসী বাংলাদেশি হাসান তালুকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাউকে কাছাকাছি যেতে দেয়নি।

তিনি জানান, দুই ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসান বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।