Search
Close this search box.
Search
Close this search box.

পুত্রকে দায়িত্ব দিয়ে সরে যাচ্ছেন সৌদি রাজা সালমান!

salmanসৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ নিজ পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে খবর পাওয়া গেছে। সৌদি রাজপ্রাসাদের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, রাজা সালমান চলতি মাসে এমন একটি ভাষণ রেকর্ড করেছেন যাতে তিনি আগামী সেপ্টেম্বর মাসে পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে ঘোষণা করেছেন।

chardike-ad

রাজা সালমান গত ২১ জুন এক রাজকীয় ফরমানে মোহাম্মাদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে নিজ পুত্র মোহাম্মাদ বিন সালমানকে ওই পদে স্থলাভিষিক্ত করেন।

এর আগে রাজা সালমান সাবেক রাজা আব্দুল্লাহর শেষ ইচ্ছা উপেক্ষা করে প্রথমে তৎকালীন যুবরাজ মুকরিন বিন আব্দুল আজিজকে এবং পরে মোহাম্মাদ বিন নায়েফকে যুবরাজের পদ থকে সরিয়ে দেন। নিজ পুত্রকে রাজ সিংহাসনে বসাতে এসব কাজ করেন তিনি।

মোহাম্মাদ বিন নায়েফ যুবরাজের পদ হারিয়ে বর্তমানে গৃহবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন।