Search
Close this search box.
Search
Close this search box.

লিভারপুলের বিপক্ষে মাঠে বাংলাদেশের হামজা

hamjaফুটবলে বাংলাদেশের সেই রমরমা অবস্থা এখন আর নেই। ফিফা র‍্যাংকিংয়ে জাতীয় দলের অবস্থান ডাবল সেঞ্চুরির কাছাকাছি। তবে এরই মধ্যে ইংলিশ লিগ কাপে উঠে এলো বাংলাদেশের নাম।

লিভারপুল-লেস্টার সিটির ম্যাচে অভিষেক হলো হামজার। আর তার পরিচয় দিতে গিয়েই ধারাভাষ্যকারের কণ্ঠে উঠে এল ‘বাংলাদেশ’। হামজা বাংলাদেশি বংশোদ্ভূত!

chardike-ad

লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটা ২-০ গোলে জিতে লিভারপুলকে বিদায় করে দিয়েছে লেস্টার। আর এ ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের ফুটবলে কোনো ক্লাবে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হয়ে গেলেন হামজা চৌধুরী।

উল্লেখ্য, উইলফ্রেড এনদিদির পরিবর্তে ম্যাচের ৮৪ মিনিটে মাঠে নামেন হামজা। ততক্ষণেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল লেস্টার।