Search
Close this search box.
Search
Close this search box.

north-korea-rocketউত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধলে প্রতিদিন দক্ষিণ কোরিয়ার ২০ হাজার মানুষ নিহত হবে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন বিমান বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রব গিভেন্স। লস অ্যাঞ্জেলস টাইমসে দেয়া সাক্ষাৎকারে এই শঙ্কার কথা জানান তিনি। তবে উত্তর কোরিয়ার দুই কোটি ৮০ লাখ অধিবাসীর মধ্যে মৃতের সংখ্যা কি দাঁড়াতে পারে সে বিষয়ে কোনো হিসাব দেয়া হয়নি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন মার্কিন কৌশলগত বোমারু বিমান বি-১বি ল্যান্সারকে উত্তর কোরিয়ার সীমান্ত দিয়ে টহল দেয়ার অনুমতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ হিসাব দেন সাবেক জেনারেল গিভেন্স।

chardike-ad

এদিকে, গত শনিবার রাতে মার্কিন বোমারু বিমান বহর কোরিয়া উপদ্বীপের আকাশে টহল দিয়েছে। এ শতাব্দীর শুরু থেকে ওই এলাকার আকাশে যে টহল দেয় শনিবার তার চেয়ে অনেক উত্তর ঢুকে পড়েছিল মার্কিন বিমান বহর।