স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ঢাকা আবাহনী লিমিটেডের বর্তমান সহকারী কোচ অমলেশ সেন আর নেই। আজ শনিবার সন্ধ্যা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে পরলোকগমন করেন তিনি।
তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী এবং ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অমলেশ সেনের মরদেহ আবাহনী ক্লাব প্রাঙ্গনে আজ রাত ৯টায় আনা হবে এবং তাঁর উদ্দেশ্যে শেষবারের মতো সম্মান প্রদর্শন করা হবে।
অমলেশ সেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড় মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, ফায়ার সার্ভিস, ইস্ট এন্ড ক্লাবসহ অন্যান্য ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন।






































