শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ অক্টোবর ২০১৭, ১১:১২ পূর্বাহ্ন
শেয়ার

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


sahjahanইতালির রোমে সড়ক দুর্ঘটনায় শাহজাহান ঢালী (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোমের ব্যস্ততম রিং রোড প্রেনেস্তিনা ও কাসিলিনার মধ্যবর্তী সড়কে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার ভ্যান নিয়ে কাজের উদ্দেশে রওনা হন তিনি। সকাল সাড়ে ৬টায় রিং রোড প্রেনেস্তিনার কাছের সড়কে ভ্যান গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে ঘটনাস্থলে শাহজাহান ঢালী মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষা ইউনিয়নের রাহা পাড়ার হযরত আলী ঢালীর ছেলে।

উল্লেখ্য, এ সপ্তাহে শরীয়তপুরের মিলন ছৈয়ালের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই দুর্ঘটনায় আরেকটি প্রাণ ঝরে গেল। তার প্রাণহানির ঘটনায় শরীয়তপুর প্রবাসীসহ বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসীরা তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং বাদ জুমা বিভিন্ন মসজিদে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।