সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আসবাবপত্র তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। শনিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে রোববার সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ তাদের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, ‘রিয়াদের বদর জেলায় একটি আসবাবপত্র তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো উদ্ধার করা যায়নি।এছাড়া অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগ তাদের টুইটার পেজে কয়েকটি ছবি পোস্ট করেছে। এতে দেখা গেছে, অসংখ্য চেরাই করা কাঠ আগুনে পুড়ে গেছে। অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।