Search
Close this search box.
Search
Close this search box.

ফ্রান্সে শর্ট ফিল্ম ‘প্রবাসীদের জুতা পালিশ’ এর উদ্বোধন

france-filmপ্রবাসে থাকা বাংলাদেশিদের চিত্র নিয়ে ফ্রান্সে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি ‘প্রবাসীদের জুতা পালিশ’ এর উদ্বোধন হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসের লা শাপেলে ফ্রঁসে আভেক রাব্বানী স্কুলে এ অনুষ্ঠানে প্রবাসী দর্শকরা উপস্থিত ছিলেন।

ছবিটির প্রযোজক ফ্রঁসে আভেক রাব্বানী খান ও পরিচালক আহমেদ সুমন। আহমেদ সুমন বলেন, “পরিবার-পরিজনকে স্বাবলম্বী করতে নিজের সব আকাঙ্খা ত্যাগ করে প্রবাসীরা বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকেন। তারা চান নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে পরিবারের কিংবা সমাজের মানুষের মুখে হাসি ফোটাতে। “আর এ প্রবাসীদের নিয়ে যারা তাচ্ছিল্য করেন, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বার্তা নিয়ে নির্মিত এ শর্ট ফিল্ম।”

chardike-ad

france-filmরবিশঙ্কর মৈত্রীর কণ্ঠে ও অরণ্য আমিরের গান নিয়ে ফ্রান্সের বিভিন্ন স্থানে এ ছায়াছবির চিত্র ধারণ করা হয়েছে বলে জানান সুমন।

উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অরণ্য আমীর, জয় শিকদার, আমান, রাব্বী, অজয় সুমা দাশ, শীপার আব্বাশী, জাহিদ, মিলন, সোহেল ও সজীব।

সৌজন্যে: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম