Search
Close this search box.
Search
Close this search box.

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিক গ্রেপ্তার

Journalistমিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সরকারের এক মুখপাত্র।

বার্তা সংস্থা রয়টার্সকে সরকারের মুখপাত্র জ হাতয় বলেছেন, ‘হ্যা, এটা সঠিক যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেবল আপনাদের সাংবাদিকদেরই নয়, বরং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।’

chardike-ad

দুই সাংবাদিকের একজনের নাম ওয়া লোন এবং অপরজন কায়াও সোয়ে উ। তাদের ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কোনো কিছুই জানাননি জ হাতয়।

রয়টার্সের গ্লোবাল কমিউনিকেশনস প্রধান আব্বাস সেরফস বলেছেন, ‘আমরা পরিস্থিতি ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জরুরি ভিত্তিতে তথ্য সংগ্রহ করছি।’

২০১৬ সালে রয়টার্সে যোগ দেওয়া ওয়া লোন রাখাইন রাজ্যের রোহিঙ্গা শরণার্থী সংকটসহ আরও বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেছেন। কায়াও সোয়েও গত সেপ্টেম্বর থেকে রয়টার্সের প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুনের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘গত রাতে ইয়াঙ্গুনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বলার পর দুই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।’