বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৪ ডিসেম্বর ২০১৭, ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার

সিউলে বিজয় র‍্যালী আজ


দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ বিজয় র‍্যালী করবে ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন। বাংলাদেশের বিজয় দিবস উতযাপনকে ভিন্নমাত্রা দেওয়ার লক্ষ্যে আলোচনা সভার পাশাপাশি বিজয় র‍্যালী করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সিউলের প্রাণকেন্দ্র জোংনোতে গ্লোবাল সেন্টারে দুপুর ১২টা থেকে আলোচনা পর্ব শুরু হবে। কোরিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা বিজয় দিবস উতযাপনের যোগ দিবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আয়ুব আলী মন্ডল।

যেভাবে যাবেন: সিউল মেট্রোর ১ নাম্বার লাইনের জোংগাক স্টেশনের ৬ নাম্বার এক্সিট দিয়ে বের হলেই সিউল গ্লোবাল সেন্টারে যাওয়া যাবে।