Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সবচেয়ে নিরাপদ ২০ এয়ারলাইন্সের তালিকা

air-new-zealandএভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০১৭ সালটি ছিল বিমান চলাচলের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বছর। তবে এ বছরে বিমানযাত্রীও বেড়েছে উল্লেখযোগ্য সংখ্যক।

বিমান যাতায়াতে এ বছরের সফলতার পেছনে বেশ কয়েকটি বিষয় জড়িত বলে মনে করছেন তারা। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কড়াকড়ি ও এয়ারলাইন্সগুলোর সতর্কতা।

chardike-ad

সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্স- বিভিন্ন দুর্ঘটনা ও ঝুঁকির পরিসংখ্যান বিবেচনা করে এয়ারলাইনরেটিং ডটকম নামে একটি সংস্থা প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে নিরাপদ ২০টি এয়ারলাইন্সের তালিকা। এতে ৪০৯টি এয়ারলাইন্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ তালিকাটির সবচেয়ে নিরাপদ বিমান সংস্থাগুলো হলো-
১. এয়ার নিউজিল্যান্ড
২. আলাস্কা এয়ারলাইন্স
৩. অল নিপ্পন এয়ারওয়েজ
৪. ব্রিটিশ এয়ারওয়েজ
৫. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৬. এমিরেটস
৭. ইতিহাদ এয়ারওয়েজ
৮. ইভা এয়ার
৯. ফিন এয়ার
১০. হাওয়াইয়ান এয়ারলাইন্স
১১. জাপান এয়ারলাইন্স
১২. কেএলএম
১৩. লুফথানসা
১৪. কোয়ান্টাস
১৫. রয়াল জর্ডানিয়ান এয়ারলাইন্স
১৬. স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স সিস্টেম
১৭. সিঙ্গাপুর এয়ারলাইন্স
১৮. সুইস
১৯. ভার্জিন আটলান্টিক
২০. ভার্জিন অস্ট্রেলিয়া।

সূত্র: সিএনএন