cosmetics-ad

‘ওরা খ্রিস্টান, মুসলিম নয়, তাই সন্ত্রাসী হবে না’

italy-news

ইতালিতে অনুষ্ঠিতব্য আগামী মাসের নির্বাচনে প্রধান বিষয় হয়ে উঠেছে অভিবাসন। কিছু দলের জন্য এর পেছনের অর্থ হয়তো ‘মুসলিম অভিবাসন’। গত চার বছরে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির মাটিতে এসে নেমেছে প্রায় ৬ লাখ লোক। এই অভিবাসনের ব্যাপারে কে কত কড়া নীতি নেবে তাই নিয়ে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো।

‘ইউক্রেন বা বেলারুস থেকে অভিবাসী নেয়া বরং অনেক ভালো। ওরা খ্রিস্টান, মুসলিম নয়। তাই তারা সন্ত্রাসী হতে পারে না, বলেন পাওলো গ্রিমোল্ডি, লিগ নামে এক দলের নেতা যার আগে নাম ছিল নর্দার্ন লিগ। ‘আমি কী করবো তা বেছে নেবার অধিকার চাই। আমার মতে এ মুহুর্তে আমাদের অভিবাসীর দরকার নেই’, বলছেন গ্রিমোল্ডি।

ইতালিতে এমন কিছু দল আছে যারা নিজেদেরকে ‘ফ্যাসিস্ট’ বলে পরিচয় দিতে কোনো লজ্জা বোধ করে না। এরকমই একটি দল হচ্ছে কাসা পাউন্ড। এর কালো পোশাক পর সদস্যরা চায় ইতালির ইইউ ত্যাগ, সীমান্ত বন্ধ করে দেয়া এবং সব অভিবাসীকে বের করে দেয়া।

সূত্র- বিবিসি, সৌজন্যে- ইত্তেফাক